Wellcome to National Portal
Main Comtent Skiped

“ উপজেলা সমবায় কার্যালয়, কটিয়াদী, কিশোরগঞ্জ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম ”


সাম্প্রতিক কর্মকান্ড

 

উপজেলা সমবায় কার্যালয়,কটিয়াদী।

১। নিবন্ধক মহোদয়ের সর্বশেষ সার্কুলার মোতাবেক উৎপাদনমুখী সমবায় সমিতি গঠনের লক্ষে কটিয়াদী উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নে মোট ৩ টি অবহিতকরণ সভা, প্রাক নিবন্ধন সভা করা হয়েছে।

২। কার্যকর সমিতিগুলিকে আরো গতিশীল করার লক্ষে ইতোমধ্যে তদারকী, নার্সিং করতঃ আর্থ-সামাজিক উন্নয়নে যথেষ্ঠ ভূমিকা রেখেছে এই পল্লী উন্নয়ন সমবায় বিভাগ ।

৩। অকার্যকর সমিতিগুলোকে কার্যকর করার লক্ষে সমিতিগুলোকে নিয়মিত তদারকী,পরিদর্শন, করার কার্যকর উদ্যোগ অব্যাহত আছে।

৪। অত্র উপজেলাধীন কার্যকর সমিতিগুলোর মধ্যে বিশেষ করে কটিয়াদী উপজেলায় নবদিগন্ত মাল্টিপারপাস কো-অপারেটিভ সোঃ লিঃ  একটি সফল সমবায় সমিতি হিসেবে চিহ্নিত।  এই সমিতি নিজস্ব

কার্যক্রমগুলো হচ্ছে দর্জি প্রশিক্ষণ, তৈরী পোশাক, হাঁস মুরগী, গরু ছাগল ও পোল্ট্রি ফার্ম তৈরী করে বেশ সুনাম অর্জন করেছে । এ ছাড়াও সমিতিটি জাতীয় অনুষ্টানসহ জাতীয় সমবায় দিবস, আন্তর্জাতিক

সমবায় দিবসসহ নানা অনুষ্ঠানে সমিতিটি অংশগ্রহনের ভুয়শী প্রশংসার দাবী রাখে।