Wellcome to National Portal
Main Comtent Skiped

“ উপজেলা সমবায় কার্যালয়, কটিয়াদী, কিশোরগঞ্জ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম ”


নির্দেশিকা

বিভাগীয় নির্দেশনা

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মন্ত্রী পরিষদ বিভাগ,মাঠ প্রশাসন জনপ্রশাসন  অধিশাখা  কর্তৃক জারীকৃত সরকারী কর্ম কর্তাদের ইচ্চামত অফিস করা সংক্রান্ত আদেশ। তারিখ-৩১ আগষ্ট’২০১৭ ইং। উক্ত পত্রে মানিকগঞ্জ সিংগাইর উপজেলায় কতিপয় সরকারী কর্মকর্তা তাদের  েইচ্চেমত এবং অনিয়মিত ভাবে অফিস করেন। একই সংগে ঢাকা কিংবা অনুরুপ বড় শহরের পার্শ্ববর্তী উপজেলাতে একই ধরনের চিত্র বিদ্যমান থাকার আশংকা করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের বিরুদ্ধে যথাযথ তদন্ত পুর্বক অফিস উপস্থিতি নিশ্চিত করার জন্য নির্দেশনা পত্র  জারী করা যেতে পারে। 

স্বাক্ষরিত/

মইনউল ইসলামৎ

উপসচিব